Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩ ছবি : সংগৃহীত



 
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। ২১ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলিবাগ এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নারীসহ দুজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


ঠিকানা/এএস 


এ দিকে সন্ধ্যা ৭টার দিকে দাসপাড়া এলাকায় অন্ধকারে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপায় আক্তারুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম করালি গ্রামের জমির আলীর স্ত্রী।


এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নামপরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Copied from: https://www.rtvonline.com/country/296440

কমেন্ট বক্স