Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সিনওয়ারের স্ত্রীর ৩৮ লাখ টাকার ব্যাগ নিয়ে ইসরায়েলের রসিকতা

সিনওয়ারের স্ত্রীর ৩৮ লাখ টাকার ব্যাগ নিয়ে ইসরায়েলের রসিকতা ভিডিও থেকে এই ছবি শেয়ার করেছে ইসরায়েল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাবেক প্রধান (নিহত) ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের একজন মুখপাত্র। তিনি বলেছেন, টানেলের ভেতরে সিনওয়ারের স্ত্রীর কাছে বিলাসবহুল ব্যাগ থাকতে দেখা গেছে। ওই ব্যাগের মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখের বেশি টাকা। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। 

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের যোদ্ধারা ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাস। এতে ইসরায়েলের অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। সেইসঙ্গে অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। 

সম্প্রতি ইসরায়েল গত বছরের ৭ অক্টোবরের হামলার আগের রাতের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, সিনওয়ার তার স্ত্রী ও সন্তানরা টানেল দিয়ে একে একে হেঁটে যাচ্ছেন। তাদের সঙ্গে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন টেলিভিশন, পানির পাত্র, বালিশ এবং ম্যাট্রেস ছিল।

ভিডিওতেই সিনওয়ারের স্ত্রীর কাছে একটি ব্যাগ দেখা যায়। ইসরায়েলের দাবি, সিনওয়ারের স্ত্রীর সঙ্গে যে ব্যাগ দেখা যাচ্ছে সেটি হার্মিস বার্কিনের। ওই ব্যাগের দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকার বেশি। 

এ নিয়ে ইসরায়েল বলছে, যখন গাজাবাসী দুর্দশায় তখন সিনওয়ার এবং তার পরিবার বিলাসবহুল জীবন কাটাচ্ছে। তবে ইসরায়েলের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস। 

গত ১৭ অক্টোবর ইসরায়েল নিশ্চিত করেছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে। পরবর্তী সময়ে হামাসও সিনওয়ারের নিহতের তথ্য নিশ্চিত করে। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স