Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩ ছবি : সংগৃহীত



 
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। ১৮ অক্টোবর (শুক্রবার) রাতে এ হামলা চালায় ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা

হামলার বিষয়টি নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত ৬ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী জাবালিয়ার আশপাশ ও গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তাদের দাবি, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছেন। এজন্য তারা হামাসের সদস্যদের নির্মূলে হামলা হামলা চালাচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, গতকাল রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। হামলায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১ লাখ ফিলিস্তিনি। 


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স