Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নতুন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজিং এল হোয়াটসঅ্যাপে

নতুন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজিং এল হোয়াটসঅ্যাপে
ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠানোর এই নতুন ফিচারটি প্রচলিত ভয়েস মেসেজের মতোই, সেইসঙ্গে হ্যান্ডস-ফ্রি ভিডিও পাঠানোর নতুন একটি ফিচারও আগামীতে আসবে। 

এখন থেকে ভিডিও রেকর্ড করে সরাসরি মেসেজ আকারে পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

দৈর্ঘ্যে সর্ব্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত এই ইনস্ট্যান্ট ভিডিও মেসেজগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে।

“আমরা মনে করি কোনো ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো, কোনো কৌতুকে হাসা কিংবা সুসংবাদ জানানোর মুহূর্তের আবেগ, কারো সঙ্গে শেয়ার করা আনন্দময় হবে –একটি ব্লগপোস্টে বলেছে কোম্পানিটি।

ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠানোর এই নতুন ফিচারটি বিদ্যামান ভয়েস মেসেজের মতোই, সেইসঙ্গে হ্যান্ডস-ফ্রি ভিডিও পাঠানোর নতুন একটি ফিচার আগামীতে যুক্ত হবে বলে কোম্পানির সূত্র উল্লেখ করে বলেছে সিএনএন।

এর মধ্যেই প্রকাশিত হয়েছে অ্যাপটির নতুন আপডেট এবং সামনের সপ্তাহের মধ্যেই তা সবার কাছে পৌঁছে যাবে বলেছে কোম্পানিটি।

পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিটের নতুন ফিচার এ বছরের শুরুতে যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

আশাতীত আয়ের প্রতিবেদন প্রকাশের মধ্যেই এই পরিবর্তনের ঘোষণা দিল কোম্পানিটি। জুন শেষে দ্বিতীয় প্রান্তিকের তিন হাজার দুইশো কোটি ডলার আয়ের ঘোষণার সঙ্গে সঙ্গে বুধবার হোয়াটসঅ্যাপ জানায়, গত এক বছরে এর আয় ১১ শতাংশ বেড়েছে। 

সিইও মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে “সক্ষমতা বৃদ্ধির” বছর হিসাবে ঘোষণা দিয়েছেন।

২০২২ সালে তীব্র পতনের পর ২০২৩ সালে মেটার শেয়ার দেড়শো শতাংশ বেড়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স