Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নতুন আবেদনকারীদের জন্য ‘ডাকা’ বন্ধ

ড্রিমারদের নির্বাসনের ভয় নেই পাবে দুই বছরের ওয়ার্ক পারমিট
নতুন আবেদনকারীদের জন্য ‘ডাকা’ বন্ধ
রিপাবলিকান-নিয়ন্ত্রিত নয়টি রাজ্য ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু গত ১০ অক্টোবর একটি ফেডারেল আপিল আদালত তা না করে ওবামা যুগের প্রোগ্রামের ভাগ্য বিবেচনা     
করেছে এবং ড্রিমারদের পক্ষে রায় দিয়েছে। এর ফলে বর্তমানে পাঁচ লাখের বেশি অনথিভুক্ত অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে বসবাস এবং নির্বাসনের ভয় ছাড়াই কাজ করার অনুমতি পেল।
ড্রিমারদের সুরক্ষায় ২০১২ সালে ডাকা প্রোগাম চালু করা হয়। টেক্সাস এবং রিপাবলিকান-নেতৃত্বাধীন অন্যান্য রাজ্যের বিরোধিতা ও একটি মামলার কারণে আইনি ঝুঁকির মধ্যে পড়ে এই ডাকা প্রোগ্রামটির ভবিষ্যত। 
১০ অক্টোবর পঞ্চম সার্কিটের জন্য নিউ অরলিন্স-ভিত্তিক আপিল আদালতের বিচারকদের একটি প্যানেল ২০২১ সালে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার বৈধতা নিয়ে মৌখিক যুক্তিতর্কের পর প্রাথমিকভাবে একটি মেমোর মাধ্যমে একটি ফেডারেল প্রবিধান প্রয়োগ করে। গত বছর নিম্ন আদালত অর্থাৎ মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যান্ড্রু হ্যানেন বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে বেআইনি ঘোষণা করেছিলেন। 
হানেন এবং পঞ্চম সার্কিট সাম্প্রতিক বছরগুলোতে মূল ডাকা মেমোর বিরুদ্ধেও রায় দিয়েছেন। তাদের মতে কংগ্রেসের পদক্ষেপ ছাড়া কয়েক হাজার অননুমোদিত অভিবাসীকে নির্বাসন সুরক্ষা ও ওয়ার্ক পারমিট দেওয়ার বৈধ কর্তৃত্ব ওবামা প্রশাসনের নেই।
কিন্তু এবার হ্যানেন ও পঞ্চম সার্কিট উভয়েই ডাকা-এর বিরুদ্ধে তাদের রায় সীমিত করেছেন। এবারের রায়ে নতুন আবেদনকারীদের জন্য প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমান ডাকা সুবিধা প্রাপকদের দুই বছরের ওয়ার্ক পারমিট এবং নির্বাসন স্থগিত করা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৫ লাখ ৩৫ হাজার অভিবাসী ডাকা-তে নথিভুক্ত ছিল। তাদের অর্ধেকেরও বেশি ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয় ও নিউইয়র্কে বাস করত।

কমেন্ট বক্স