গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করার সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার শ্রমিক।
২৯ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গীর জিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আলিফ হোসেনের ছেলে বকুল মিয়া (৩৫), একই এলাকার আকন্দ মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) এবং টঙ্গীর গোপালপুরের সবুজ মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                