সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ জুলাই সোমবার সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি।
২৯ জুলাই শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার-নির্যাতনের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী সোমবার মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একই দিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।
বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঠিকানা/এনআই