Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বিএনপি নেতা গয়েশ্বরকে ডিবিপ্রধান হারুনের আপ্যায়ন

বিএনপি নেতা গয়েশ্বরকে ডিবিপ্রধান হারুনের আপ্যায়ন ছবি সংগৃহীত



 
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পাতে খাবার তুলে দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। টেবিলে রাখা নানান পদ। সঙ্গে কয়েক ফলও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি পৃথক ছবি ও একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে পরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ডিবিপ্রধানের সঙ্গে দুপুরের খাবার খান গয়েশ্বর। সেই ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিএনপি নেতা গয়েশ্বর ডিবিপ্রধানের সঙ্গে বিভিন্ন পদের খাবার খাচ্ছেন। ডিবিপ্রধান তার অতিথির পাতে খাবার তুলে দিচ্ছেন। খাবারের তালিকায় খাসি ও মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি এবং মৌসুমি ফলের মধ্যে আম, মালটা, আঙুর ও ড্রাগন ফল দেখা যায়।

এর আগে শনিবার (২৯ জুলাই) বিকালে হারুন অর রশীদ বলেন, বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছিল তখন ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে যান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে সেভ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স