Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল 

আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল  বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকু। ছবি: সংগৃহীত
বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল হাসপাতালে গেছেন। প্রাধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।

এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে যা

দুপুর আড়াইটার দিকে আমান উল্লাহ আমানের শারীরিক চিকিৎসার খোঁজ শেষে গাজী হাফিজুর রহমান লিকু সাংবাদিকদের বলেন, আমান উল্লাহ আমান চাইলে যে কোনো জায়গায় উন্নত চিকিৎসা নিতে পারেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো বলেছেন চিকিৎসকেরা। বিএনপির কর্মসূচি থেকে আমানউল্লাহ আমান আটকবিএনপির কর্মসূচি থেকে আমানউল্লাহ আমান আটক
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতার মা, রাজনীতির বাইরেও অনেক সম্পর্ক তিনি চর্চা করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তাঁকে দেখতে এসেছি।’

এর আগে আজ দুপুরে বিএনপির কর্মসূচি চলাকালীন পৌনে ১২টার দিকে গাবতলী সড়কে আমান উল্লাহ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে একটি ভ্যানে করে নিয়ে যায়। এ সময় সেখান থেকে বিএনপির সাত নেতা-কর্মীকেও আটক করা হয়। ডিএমপির মিরপুরের এডিসি নাজমুল ফিরোজ জানান, আমান উল্লাহ আমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।



ঠিকানা/এম
 

কমেন্ট বক্স