Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবর (শনিবার) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এ ম্যাচ খেলে বাংলাদেশের জার্সি গায়ে ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই আগাম অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচটি আজ জয়ে রাঙিয়ে দিতে পারবেন কী টাইগাররা?

গত দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। যে কারণে ম্যাচে লড়াই-ই জমিয়ে তুলতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। ভেন্যু পরিবর্তন হলেও ভাগ্যবদল হয় না বাংলাদেশের। গোয়ালিয়র থেকে দিল্লি ঘুরে এখন হায়দরাবাদে এসে কী কাটবে হতাশা?

দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার হায়দরাবাদে হেরে গেলে টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হতে হবে। তবে ভারত সফরে অন্তত একটি সান্ত্বনার জয় পেয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ হওয়ায় উপলক্ষটি রাঙিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবেন শান্তরা। তবে এজন্য ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠে দলকে ঐক্যবদ্ধ পারফরম্যান্স উপহার দিতে হবে। খেলতে হবে আগ্রাসী ক্রিকেট।

ভারতের বোলিং বিভাগ খুবই ধারালো। স্বাগতিক বোলারদের হতাশ করতে হলে প্রয়োজন দক্ষতার সঙ্গে কৌশলী ব্যাটিং। অন্যদিকে, বোলিংয়ে আনতে হবে বৈচিত্র্য। গত ম্যাচে নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন। এই দুজনের ব্যাটের দিকে নজর থাকবে সবার। তাদের ব্যর্থ করা ছাড়া উপায় নেই। ধারণা করা হচ্ছে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেটও ব্যাটিং স্বর্গ হবে। কেননা টি-টোয়েন্টিতে একাধিকবার দুইশর বেশি স্কোর হয়েছে এ মাঠে। দুইশর কাছাকাছি রান তো নিয়মিত ঘটনা। ফলে এই ভেন্যুতেও ব্যাটাররা দক্ষতার প্রমাণ দিতে পারলে বড় স্কোর গড়ার সম্ভাবনা থাকবে। গত ম্যাচে স্পিনাররা ভালো করেননি। পেসাররা শুরুর দিকে জ্বলে উঠলেও শেষের দিকে হতাশ হয়েছে। তবে হায়দরাবাদের মাঠে বোলিংয়ে বৈচিত্র্য দেখাতে পারলে সফল হতে পারেন বাংলাদেশের বোলাররা।

অন্যদিকে, গুঞ্জন হচ্ছে, আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। এতে ভারত দলের নেতৃত্ব দিতে পারেন রিংকু সিং।


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স