Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

স্বৈরাচারের দোসররা দেশকে এখনো অস্থিতিশীল করতে চাইছে

স্বৈরাচারের দোসররা দেশকে এখনো অস্থিতিশীল করতে চাইছে ছবি : সংগৃহীত
স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। কোন গুজব বা বিভ্রান্তিতে পা না দিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তারা। বর্তমান সংবিধানে কিছু সংশোধনি এনে দ্রুত নির্বাচন দেয়ার দাবিও তাদের। 
শহীদ জেহাদ দিবস আজ। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নাজির উদ্দিন জেহাদ। এ উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা। 

পরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে জেহাদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বিএনপি নেতারা বলেন, এখনো সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা দেশকে আবারো অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। পরস্পরকে শত্রু না ভেবে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান, বিএনপি নেতারা। স্বৈরাচারের প্রেতাত্মাদের ব্যপারে সতর্ক করে দেন তারা। 

যারা এখনো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় থাকা এ সব অপতৎপরতায় জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণাও দেন, বিএনপি নেতারা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স