Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অবশেষে দেখা মিলল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের

অবশেষে দেখা মিলল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের সেন্ট পিটার্সবার্গে প্রিগোজিন ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
অবশেষে নানা জল্পনা কল্পনার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে প্রকাশ্যে দেখা গেছে। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে ওয়াগনার প্রধানের দেখা মিলেছে। খবর : বিবিসির।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সি এ আর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন প্রিগোজিন। এই ছবি পোস্ট করেছেন দিমিত্রি সিটি। তিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক। গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। এরপর থেকে প্রিগোজিনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেল।

বিবিসি বলছে, তারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে এবং অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে ভেরিফাই নিশ্চিত করেছে যে সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের এই সাক্ষাৎ হয়। ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে। এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুশে দেখা যায়। সেই সময় টেলিগ্রামের একটি চ্যানেলে ভিডিওতে প্রিগোজিনকে যোদ্ধাদের স্বাগত জানাতে দেখা যায়।



ঠিকানা/এম

কমেন্ট বক্স