Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা ছবি : সংগৃহীত
দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে বসে বাংলাদেশ দল। ভারত সফরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে তাই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিদ জিততেই হবে টাইগারদের। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৯ অক্টোবর (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১।

সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ একাদশে একটি জায়গায় পরিবর্তন এনেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন তানজিদ হাসান সাকিব। অন্যদিকে ভারত তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। 

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসিকন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স