Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

কুড়িগ্রামে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের ছবি সংগৃহীত
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৮ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের ছেলে সাগর (২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং শাহিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়ক চলাচল স্বাভাবিক আছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স