Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অতীতে অনেক অর্থ অপচয়- দুর্নীতি হয়েছে, এগুলো আর দেখতে চাই না : অর্থ উপদেষ্টা

অতীতে অনেক অর্থ অপচয়- দুর্নীতি হয়েছে, এগুলো আর দেখতে চাই না : অর্থ উপদেষ্টা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে অনেক দুর্নীতি ও অপচয় হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা ফেরেস্তা নয়, ভুল হতে পারে। তবে চেষ্টা করছি এ ধরনের ভুল এড়িয়ে চলতে। ৮ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারি প্রকল্পে মেয়াদ বৃদ্ধির মাধ্যমে খরচ অনেক বাড়ানো হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা ফেরেশতা না, ভুল হতে পারে; তবে আমরা চেষ্টা করছি এ ধরনের ভুল এড়িয়ে চলতে। 

ব্যবসায়ীদেরও স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসার সহজিকরণ করা আমাদের লক্ষ্য। ব্যবসার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি। তবে ব্যবসায়ীদেরও খুব স্বচ্ছ হতে হবে। টেবিলের নিচ দিয়ে কোন কিছু করা যাবে না। এখন থেকেই এ ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।

দেশের ব্যবসা–বাণিজ্যে অবদানের জন্য তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ২২তম বাংলাদেশ ব্যবসা পুরস্কার দিয়েছে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

এবারে আজীবন সম্মাননা পেয়েছেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাং এবং সেরা ব্যবসায়ীর স্বীকৃতি পেয়েছেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেখ বশির উদ্দিন। সেই সঙ্গে বছরের সেরা ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে দেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম ও সেরা আর্থিক প্রতিষ্ঠান হয়েছে পূবালী ব্যাংক। এ ছাড়া সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন গার্মেন্টস বায়িং হাউস ক্লথস ‘আর’ আস লিমিটেডের এমডি কিয়াও সেন থাই ডলি।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক ও দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম।

আয়োজকেরা জানান, তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করা কোরিয়ান তৈরি পোশাক প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাং বাংলাদেশের রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে অবদান রেখেছেন। এ জন্য তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে পুরস্কার নেন কোম্পানির চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী এবং পূবালী ব্যাংকের পক্ষে পুরস্কার নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স