Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নির্বাচনে লড়তে ৩৪ বছর বয়সে এসএসসি পাস

নির্বাচনে লড়তে ৩৪ বছর বয়সে এসএসসি পাস ছবি সংগৃহীত
গাজীপুরে ৩৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক ইউপি সদস্য। ২৮ জুলাই শুক্রবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ওই ইউপি সদস্য জিপিএ-৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ওই ইউপি সদস্যের নাম মো. শামীম মৃধা। তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে ও মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এসএসসি পাস সার্টিফিকেট লাগবে, এমন চিন্তা থেকে স্কুলে ভর্তি হয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন শামীম। তিনি গাজীপুরের পূবাইল পলিটেকনিক্যাল থেকে এসএসসিতে অংশগ্রহণ করেন।

মো. শামীম মৃধা জানান, গত নির্বাচনের পূর্বে একটি কথা প্রচার হয় যে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে একজন ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এই মানসিকতা নিয়ে জনসাধারণের সেবা করার উদ্দেশ্যে স্কুলে ভর্তি হই। আমার আশা পূরণ হয়েছে। আমি মনে করি, বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, যাতে করে সবাই এসএসসি পাস করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান-মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম খোকন বলেন, শামীমকে অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নাই, মেম্বার শামীম মৃধা তার দৃষ্টান্ত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স