Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


আ.লীগ-বিএনপির শনিবারের কর্মসূচি করতে দেবে না পুলিশ

আ.লীগ-বিএনপির শনিবারের কর্মসূচি করতে দেবে না পুলিশ ছবি সংগৃহীত



 
ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও।

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের এক দলও তাদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবে না তারা।

২৮ জুলাই শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।’

তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স