এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ আপন (১৬)। আপন জামালপুর জিলা স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপন দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। তার এমন ফলাফলে মা-বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আপনের বাবা হিরু মিয়া বলেন, ছোটবেলা থেকেই আপন পড়াশোনায় মনোযোগী ছিল। পরীক্ষা শেষ করেই বলেছিল ভালো ফল করবে। আজ আমরা ওর কৃতিত্বের ফল পেলাম। কিন্তু যার ফল সে তো আর আমাদের মাঝে নেই। ছেলে হারানোর কষ্ট বুকে চাপা দিয়ে আমরা বেঁচে আছি। আপনের ফল পাওয়ার পর সেই কষ্টটা আরও বেড়ে গেল।
প্রসঙ্গত, গত ২৪ জুন বিকেলে বন্ধুদের সঙ্গে বাহাদুরাবাদ ঘাটে বেড়াতে যায় আপন। এ সময় তারা ঘাটে নোঙর করা যাত্রীবাহী লঞ্চে ওঠে। লঞ্চের কিনারায় বসে সেলফি তোলার একপর্যায়ে নদীতে পড়ে যায় আপন। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে আপনকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টা করেও আপনের কোনো খোঁজ পায়নি।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                