Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স, থাকছেন দুজন শিক্ষার্থী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স, থাকছেন দুজন শিক্ষার্থী ছবি : সংগৃহীত
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলাপর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ৭ অক্টোবর (সোমবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ এই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক। সদস্যদের মধ্যে থাকবেন দুজন শিক্ষার্থীও।

এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন—অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স