Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

কবিতা তুমি...

কবিতা তুমি...
কবিতা তুমি ঘাসের ডগায় একটি শিশিরবিন্দু,
কবিতা তুমি আমার ভালোবাসার মহাসিন্ধু।
কবিতা তুমি অবহেলায় ফোটা লাল জংলি ফুল,
কবিতা তুমি গ্রাম্য হাস্যোজ্জ্বল কিশোরীর হাতে পদ্ম ফুল।

কবিতা তুমি পৃথিবীর সব রং দিয়ে প্রিয়তমার ছবি আঁকা
কবিতা তুমি শরৎ সকালে মেঠোপথ বকুলে ঢাকা।
কবিতা তুমি অনন্তকালকে হাতের তালুতে ধরে রাখা,
কবিতা তুমি স্বপ্নগুলিকে মনের ক্যানভাসে রংতুলিতে আঁকা।

কবিতা তুমি স্মৃতির আকাশে ওড়া ঘুড়ি,
কবিতা তোমার পাখায় ভর করে নীল আকাশে উড়ি।
কবিতা তুমি নীল আকাশে ওড়া এক মুক্ত পাখি,
কবিতা তুমি শাওন রাতে হারানো প্রেমিকার জন্য সজল আঁখি।

কবিতা তুমি কোল আমার স্নেহময়ী মায়ের,
পরম নিরাপদ আশ্রয় সুখে কিংবা দুঃখের।
কবিতা তুমি কিশোরীর প্রথম প্রেমে বুকের স্পন্দন,
কবিতা তুমি আমার চিরদিনের হৃদয়ের বন্ধন।

কমেন্ট বক্স