Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজাদ ৭ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজাদ ৭ দিনের রিমান্ডে ছবি : সংগৃহীত
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৬ অক্টোবর (রবিবার) ঢাকার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আজাদকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। এইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যু্বদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে, তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স