Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিন চিনি খেলে শরীরের কী ক্ষতি হয়

প্রতিদিন চিনি খেলে শরীরের কী ক্ষতি হয়
কমবেশি হলেও চিনি ছাড়া সম্পূর্ণ ডায়েট আমরা ভাবতেও পারি না। কিন্তু আধুনিক প্রজন্মের স্বাস্থ্য সচেতনরা চিনি থেকে দূরে থাকতেই পছন্দ করেন। 

পুষ্টিবিদের মতে, চিনি না খেলে তাজা শাকসবজি, ফল, দানাশস্য খেলে সার্বিক স্বাস্থ্য ভালো থাকে।

চিনিতে ক্যালোরি বেশি কিন্তু পুষ্টিমূল্য কম। চিনি বাদ দিলে ওভারঅল ক্যালোরি ইনটেক কমবে। ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। বেশি চিনি খেলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। হাই ব্লাড প্রেশার, ইনফ্লেম্যাশন, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে শরীরে। চিনি না খেলে এই জটিল অসুখগুলোর আশঙ্কা কমে।

দাঁতেরও যথেষ্ট ক্ষতি করে চিনি। দেখা দেয় ক্যাভিটি। চিনি বাদ দিলে বা কম খেলে দাঁত ভালো থাকবে।

চিনি খেলে দ্রুত এনার্জি বাড়ে। কিন্তু দ্রুত সেই এনার্জি কমেও যায়। তাই এনার্জি বা প্রাণচাঞ্চল্যে স্টেবিলিটি রাখতে চিনির বদলে খান বিকল্প খাবার।

টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা কমিয়ে দেয় চিনি কম খাওয়ার অভ্যাস। মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্যেও চিনি কম খেতে হবে। চিনি ডায়েট থেকে বাদ দিলে উজ্জ্বল থাকবে ত্বক। দূর হবে বদহজমের সমস্যাও।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স