Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ ছবি সংগৃহীত
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এই শারজাতেই প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১৯ রান করেছিল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডও ঠিক সমান রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশরা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১১৮ রান। ১১৯ রানের সেই লক্ষ্য এবারও ছুঁতে পারেননি আগের তিন দেখায় কখনো জয় না পাওয়া বাংলাদেশ। ৭ উইকেটে ৯৭ রানে থেমে গিয়ে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।

শারজার ধীরগতির উইকেটে ইংলিশ স্পিনারদের ঘূর্ণিবিষের জবাব ছিল না বাংলাদেশি ব্যাটারদের কাছে। ৩ ওভার শেষে বিনা উইকেটে সাথী-দিলারার ১৬ রান আশা জাগাচ্ছিল। সেই আশায় বাদ সাধেন ইংলিশ স্পিনাররা। লিনসে স্মিথ ও চার্লি ডিন মিলে আটকে রাখেন রানের চাকা। ৩৫ রানের জুটি শেষে জ্যোতি রান আউটে ফিরলে বাড়ে আফসোস। সোবহানা মোশতারি ৪৮ বলে এক চার-ছক্কায় ৪৪ রান করলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। স্মিথ ১১ ও ডিন ২২ রানে শিকার করেন দুটি করে উইকেট। ন্যাট শিভার-ব্রান্ট ও সারাহ গ্লেন নেন একটি করে উইকেট।

বাংলাদেশি বোলারদের মধ্যে এদিন আলো ছড়ান ফাহিমা খাতুন। পাওয়ার প্লেতে ইংল্যান্ড বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলার পর তাদেরকে চেপে ধরেন ফাহিমারা। ৪ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে তিনি শিকার করেন ২ উইকেট। সমান ২টি করে উইকেট নেন আগের ম্যাচের সেরা রিতু মনি ও নাহিদা আক্তার। আরেকটি উইকেট নেন রাবেয়া খান। ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াট। মায়া বুশিয়েরের ব্যাটে আসে ২৩ রান। এরপর অ্যামি জোন্সের ১২ রান ছাড়া আর কেউ দুই অঙ্ক দেখেননি। প্লেয়ার অব দ্য ম্যাচ হন ড্যানি ওয়াট।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচ বাংলাদেশের।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স