Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০

হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০ ছবি সংগৃহীত
ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি শহরে স্থানীয় সশস্ত্র অপরাধী চক্র নির্বিচারে গুলি চালিয়ে ৭০ জনকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৬ জন। জান বাঁচাতে শহরটি থেকে পালিয়ে গেছেন ৬ হাজার মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে অপরাধী চক্র গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। এ সময় গ্যাং সদস্যরা কয়েক ডজন বাড়ি এবং যানবাহনে আগুন লাগিয়ে দেয়।

শুক্রবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। খবর রয়টার্স।

গ্র্যান গ্রিফ গ্যাং এর নেতা লাকসন এলান এই গণহত্যার দায় স্বীকার করে বলেন, পুলিশ তার দলের সদস্যদের হত্যা করার সময় বেসামরিক নাগরিকরা নিষ্ক্রিয় থাকার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, এই চক্রের হামলার কারণে প্রায় ৬ হাজার ২৭০ জন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর মধ্যে বেশির ভাগই আশপাশের সেন্ট-মার্ক এবং অন্যান্য শহরে আশ্রয় নিয়েছে এবং অন্যরা অস্থায়ী শিবিরে অবস্থান করছে।

ক্যারিবিয়ান জাতিতে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে এটি একটি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হাইতির জাতীয় পুলিশের একজন মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় রয়টার্সকে জানান, আর্টিবোনাইট বিভাগের দায়িত্বে থাকা পুলিশ পরিচালককে বদলি করা হয়েছে। তিনি বলেন, আপাতত সেখানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর শক্তি বৃদ্ধি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল বলেন, ‘অরক্ষিত নারী, পুরুষ এবং শিশুদের বিরুদ্ধে এই জঘন্য অপরাধটি শুধু ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে নয় বরং সমগ্র হাইতিয়ান জাতির বিরুদ্ধেই আক্রমণ।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স