Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সমর্থন ট্রাম্পের

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সমর্থন ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা। গত মঙ্গলবার ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। নর্থ ক্যারোলাইনাতে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হবে কিনা। সে প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তারা তাকে (বাইডেন) জিজ্ঞাসা করেছিল ইরান সম্পর্কে আপনার ভাবনা কি, আপনি কি ইরানে হামলা করতে যাচ্ছেন? জবাবে তিনি (বাইডেন) বলেছিলেন, যতক্ষণ তারা পারমাণবিক স্থাপনায় হামলা না করে। বাইডেন জবাব দিয়েছিলেন- না। আমরা হামলা করবো না। বুধবার তার কাছে প্রশ্ন করা হয়েছিল- তারা কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করাকে সমর্থন করেন। জবাবে সরাসরি তিনি বলেন- ‘দ্য অ্যানসার ইজ নো’। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ভুল বলেছেন। এটার অর্থ কি এই নয় যে আপনি হামলা করতে যাচ্ছেন না? আমি বলতে চাই- এটা আমাদের জন্য পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবচেয়ে বড় ঝুঁকি।  তারা যখন তাকে (বাইডেন) প্রশ্ন করলো তখন উত্তর হওয়া উচিত ছিল প্রথমেই পারমাণবিক স্থাপনায় হামলা করো।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স