বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক এই রাষ্ট্রপতিকে চিকিৎসকরা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। গত বুধবার (২ অক্টোবর) তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে বি. চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহি বি. চৌধুরী জানান, তার বাবার অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ওনাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউর আদলে রুমে রাখা হয়েছে। অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে। বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বদরুদ্দোজা চৌধুরী।
উল্লেখ্য, ৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি আগেও একাধিকবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে।
১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। সে সময় তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারে উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।
২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেই দলের প্রেসিডেন্ট তিনি।
ঠিকানা/এনআই