Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার জন্মদিন পালন

শেখ হাসিনার জন্মদিন পালন
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ২৮ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ দিবসটি উদযাপন করেন তারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ। 
ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিলাম, যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারকে ক্ষমতাচ্যুত না করতে পারবো এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনবো, ততোদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবোÑ এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রণেল, সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হালীম সরকার, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিআই রাসেল, যুক্তরাষ্ট্র পশ্চিম-এর সভাপতি ডা. মো. রবি, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক শিবলী, মুস্তাইন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সহ-সভাপতি নূরনাহার আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, যুবলীগ নেতা বাহার উদ্দিন সবুজ, ছাত্রলীগ নেতা হৃদয়।
এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান আলী।

কমেন্ট বক্স