নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে স্বল্প পুঁজি পেয়েছে বাংলাদেশ। ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। জয়ের জন্য ১২০ রান প্রয়োজন স্কটল্যান্ডের।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে দলীয় ২৬ রানে ১৪ বলে ১২ রান করে আউট হন মুর্শিদা।
এরপর ক্রিজে আসা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী। তবে দলীয় ৬৮ রানে ৩২ বলে ২৯ রান করে ফিরে যান সাথী। তার বিদায়ের পর ধস নামে মিডল অর্ডারে।
৩৫ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মোস্তারি ৩৮ বলে ৩৬, স্বর্না আক্তার ৭ বলে ৫, রিতু মনি ৪ বলে ৫ ও রানের খাতা খোলার আগেই তাজ নেহার সাজঘরে ফিরে যান।
তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক জ্যোতি। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ফ্রেজার নেন ৩টি উইকেট।
ঠিকানা/এনআই