Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

লেবাননের যোদ্ধাদের হামলায় একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের যোদ্ধাদের হামলায় একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহত ছবি : সংগৃহীত
শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে দখলদার বাহিনী। ২ অক্টেবর (বুধবার) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে একদিনে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এরমধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

সেনাদের মৃত্যুর তথ্য জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে,  ৮ জনের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সেনা ছিলেন। এছাড়া লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে আরও ৭ সেনা গুরুতর আহত হয়েছেন।

১ অক্টোবর (মঙ্গলবার) ঘোষণা দিয়ে বুধবার থেকে লেবাননের যোদ্ধাদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা। এদিন তারা বিভিন্ন দিক দিয়ে লেবাননের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে সীমান্ত রেখার ব্লু লাইন থেকে লেবাননের ৪০০ মিটার ভেতরে ঢুকে পড়ে ইসরায়েল।

এদিকে আল-মানার জানিয়েছে, ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথমদিনের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাংক, কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না উল্লেখ করে আল মানার জানিয়েছে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করেও ইসরায়েল সফলতা পায়নি।

ইসরায়েল সেনাদের মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই হিজবুল্লাহ জানায়, তারা দখলদার সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছে। হিজবুল্লাহ আরও জানায়, দক্ষিণ লেবাননে অন্তত তিনটি গ্রামে ইসরায়েলিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স