ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন এলাকায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি লাইননচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিলো না। স্টেশনটি অতিক্রম করার সময় রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, কিছু সময়ের মধ্যেই বগি উদ্ধারের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ ফারুক হোসেন খান জানিয়েছেন, বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
ঠিকানা/এএস