Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৪৪

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৪৪ ছবি : সংগৃহীত
দিন যত গড়াচ্ছে, ততোই ভয়াবহ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রাণ ঝরছে প্রতিদিনই। দ্রুতই কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে চলতি মাসে আরও ভয়াবহ রূপ ধারণ করবে এডিস মশাবাহিত রোগটি; এমনটাই মত বিশেষজ্ঞদের।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৪৪ জন। ১ অক্টোবর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫২, ঢাকা উত্তর সিটিতে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮, খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এ ছাড়া, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সব মিলিয়ে ৩২ হাজার ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রেকর্ড তিন লাখ ২১ হাজার ১৭৯ জন; মারা যান এক হাজার ৭০৫ জন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স