থাইল্যান্ডে শিক্ষক ও শিক্ষার্থী ভর্তি একটি স্কুল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। ১ অক্টোবর (মঙ্গলবার) দেশটির রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে। বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। খবর রয়টার্স
আহত ও নিহতের সংখ্যা পুলিশের পক্ষ থেকে না জানালেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রী অনুতিন চর্ণবীরকুল সংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণা করা হচ্ছে ২৫ জন নিহত হয়েছে।
যোগাযোগমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুংকিত বলেন, ১৬ শিক্ষার্থী এবং তিনজন শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বাসটি থেকে ধোয়া উড়ছে এবং কিছু অংশে আগুন জলছে।
প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, শিক্ষার্থীরা রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে উথাই থানি রাজ্যে ফিন্ড ট্রিপে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, ‘আমি একজন মা হিসেবে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
ঠিকানা/এএস