Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিল ৮০ প্রাণ

সেপ্টেম্বরে ডেঙ্গু কেড়ে নিল ৮০ প্রাণ ফাইল ছবি
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৫২ জন। এ নিয়ে গেল সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন, এই সময়ে রোগটিতে মারা গেছেন ৮০ জন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের মাস আগস্টে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৬ হাজার ৫২১ জন, মৃত্যু ২৭ জনের। অর্থাৎ গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় তিন গুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪৩.৬৭ শতাংশ ঢাকা মহানগর ও ৫৬.৩৩ শতাংশ ঢাকার বাইরের। মৃতদের মধ্যে ৭০ শতাংশ ঢাকা ও ৩০ শতাংশ ঢাকার বাইরের।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স