Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মুমিনুলের সেঞ্চুরির আনন্দ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

মুমিনুলের সেঞ্চুরির আনন্দ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ছবি : সংগৃহীত
কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশের এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি।

টানা দুই দিন বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর চতুর্থ দিনেও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অন্য ব্যাটসম্যানরা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌছান সাবেক টেস্ট অধিনায়ক।
১৩ সেঞ্চুরি মধ্যে দেশের বাইরে এটি তার মাত্র ২য় সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে ক্যান্ডি টেস্টে দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ১৫ মাস আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।
 
মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে দুই শ রানের ঘরে পৌঁছেছে বাংলাদেশও। তার সেঞ্চুরির আনন্দ নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে।বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০৩। মুমিনুলের সঙ্গে ব্যাট করছেন  মিরাজ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স