আগামীকাল শুক্রবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। সারিবদ্ধভাবে রাখা নয়টি ট্রাকে এ মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চের আশপাশের এলাকা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি ও মহাসমাবেশে যোগদানের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
২৭ জুলাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে৷
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হককে মঞ্চ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে৷
সমাবেশস্থলে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজানো হয়েছে নয়টি বড় ট্রাক। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনার জন্য আরও দুটি ট্রাক রাখা হয়েছে। ট্রাকের দুই পাশের ঢাকনা খুলে একটির সঙ্গে আরেকটি একত্র করে এই মঞ্চ তৈরি করা হচ্ছে। পাশাপাশি মঞ্চের সামনের সব ধরনের ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সারিবদ্ধভাবে মাইক সাজানো রয়েছে। একই সঙ্গে চলছে মাইকের সংযোগ পরীক্ষা।
মঞ্চ প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, মঞ্চ তৈরির জন্য যে সময় প্রয়োজন, সে সময় আমাদের দেওয়া হয়নি। তবু নির্ধারিত সময়ের মাঝেই আমরা আমাদের কাজ শেষ করব। আগামীকাল কয়েক লাখ লোকের সমাগমে ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হবে। জনগণ তাদের অধিকার আদায়ের আন্দোলনে দলে দলে একত্রিত হবে।
এর আগে মহাসমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দলটির চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছিলেন, আজ সবাই যার যার গন্তব্যে চলে যান। আগামীকাল সবাই সমাবেশের প্রস্তুতি নিয়ে আসুন৷ এই মুহূর্তে এখান থেকে সরে যেতে হবে। আমরা মঞ্চ তৈরির কাজ শুরু করব, সেখানে কেউ দাঁড়াবেন না। আমাদের সময় কম। সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখতে হবে, সরকারি বিভিন্ন এজেন্ট এসে মহাসমাবেশে ঝামেলা করতে পারে। সুতরাং সবাইকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


