Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

‘হ্যারি পটার’ অভিনেত্রী ম্যাগি মারা গেছেন

‘হ্যারি পটার’ অভিনেত্রী ম্যাগি মারা গেছেন ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। ছবি : ফেসবুক থেকে নেওয়া
ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ আর নেই। যিনি ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। 

৮৯ বছর বয়সী এই অভিনেত্রীর শুক্রবার ভোরে মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

অভিনেত্রীর দুই ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেন্স এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, শুক্রবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। তারা এক বিবৃতিতে লিখেছেন, ‘দুই ছেলে এবং স্নেহের পাঁচ নাতি-নাতনিকে রেখে চলে গেলেন আমাদের মা। দাদিকে হারিয়ে আমাদের সন্তানেরাও ভেঙ্গে পড়েছে।’

ম্যাগি স্মিথ ‘ডাউনটন অ্যাবেতে ডাউজার কাউন্টারেস অফ গ্রান্থাম’ চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি ‘হ্যারি পটার’-এর সব কটি সিনেমাতে অধ্যাপক ম্যাকগোনাগলের চরিত্রে নজর কেড়েছিলেন। এই চরিত্রটির জন্য তিনি খুব জনপ্রিয়ও।

স্মিথের ক্যারিয়ারের শুরু ১৯৫০ এর দশকে। তিনি ট্রেবল অ্যাওয়ার্ডজয়ী (অস্কার, এমি ও টনি অ্যাওয়ার্ড) অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের ক্যারিয়ারে তাঁর ঝুলিতে উঠেছে দুটি অস্কার, চারটি এমি অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স