Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের ভাইসহ ৩ জনের মৃত্যু

বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের ভাইসহ ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তার চাচাতো ভাই কোহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার কনে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতরা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। কনের বাড়িতে দুপুরের খাবারের পর বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান।

তরফপুর ইউপির চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর বর ও কনের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স