নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে ২৬ জুলাই বুধবার ভোরে  একটি জ্বলন্ত ক্রেন ধসে একটি আকাশচুম্বী ভবনে পড়লে কমপক্ষে ১২ জন আহত হন।
কর্মকর্তারা  জানান, ১০ নম্বর অ্যাভিনিউ ও ওয়েস্ট ৪১ নম্বর স্ট্রিটের একটি ৪০ তলা ভবনের নির্মাণস্থলে ক্রেনটি পাওয়া গেছে। এফডিএনওয়াইয়ের ডেপুটি কমিশনার ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, আগুন লাগার আগে ক্রেনটি ১৬ টন কংক্রিট ধারণ করছিল, যার ফলে কংক্রিট এবং ক্রেনের ধ্বংসাবশেষ নিকটবর্তী একটি আকাশচুম্বী ভবনে ভেঙে পড়ে এবং নিচের রাস্তায় পড়ে যায়।
@jimmy_farring টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ক্রেন থেকে কালো ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ধ্বংসাবশেষ নেমে আসছে এবং পথচারীরা পালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে এফডিএনওয়াই জানিয়েছে, আশপাশের ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ধসে পড়ায় ১০ নম্বর অ্যাভিনিউ বন্ধ করে দেওয়া হয়েছে।
এফডিএনওয়াই আরও জানায়, আগুন লাগার সময় ক্রেন অপারেটর ঘটনাস্থলে ছিলেন এবং নিরাপদে পালাতে সক্ষম হওয়ার আগে তিনি আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                