Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

‘সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই’

‘সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই’ ছবি : সংগৃহীত
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন ২৬ সেপ্টেম্বর (বৃস্পতিবার) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। 

আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেটিই হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। এই বিষয়ে সাকিব বলেছিলেন, ‘দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। বিশেষ করে নিরাপত্তা চেয়ে ছিলেন তিনি। সাকিব বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

তবে সাকিবের দেশে আসা এবং নিরাপত্তার বিষয়ে বোর্ড সভাপতি বলছেন ভিন্ন কথা। বৃহস্পতিবার গণমাধ্যমকে ফারুক বলেন, ‌‘দেশে সাকিবের নিরাপত্তা দেয়ার বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। তবে সরকার চাইলে নিশ্চিত করতে পারে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স