Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো যে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো যে দুঃসংবাদ
ইউরোপের বেশিরভাগ দেশে বর্তমানে ভিসামুক্ত প্রবেশাধিকার পান যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা। তবে সেই সুবিধা আর বেশি দিন থাকছে না। আগামী বছর থেকে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে মার্কিনিদের। 

যুক্তরাষ্ট্রসহ ভিসামুক্ত প্রবেশাধিকার আছে- এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। আট ডলার ব্যয়ে এই আবেদন করতে হবে। 

জানা যায়, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্তকে আরও শক্তিশালী এবং রক্ষা করার জন্য নতুন এই ভ্রমণ অনুমোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ইইউ জানিয়েছে, যেসব নাগরিক ইউরোপের শেনজেন অঞ্চলের ২৭টি দেশে ভ্রমণ করতে চান, তাদের ইটিআইএএসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে সীমান্ত থেকে ফিরে যেতে হতে পারে। ইটিআইএএসের অনুমোদন পেলে সেটি তিন বছর অথবা ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। সূত্র : ফক্স বিজনেস

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স