Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজন, নেয়া হলো হাসপাতালে

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজন, নেয়া হলো হাসপাতালে ছবি : সংগৃহীত
পাঁচ দিনের রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে তাকে ঢামেকে আনা হয়।

বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) সুজনের চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা।

তিনি জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় যাত্রাবাড়ী পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার চিকিৎসা চলছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গত ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন।

এরপর ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন নূরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৮ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স