Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

বিপাশার দেবীর মুখে বাংলা ভাষা

বিপাশার দেবীর মুখে বাংলা ভাষা
বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু-করণ সিং গ্রোভারের ঘর আলোকিত করে ছোট্ট দেবীর জন্ম হয় ২০২২-এর নভেম্বরে। মাঝে মধ্যেই একমাত্র সন্তানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা-করণ। ২২ সেপ্টেম্বর (রবিবার) ছিল বিশ্ব আন্তর্জাতিক কন্যা দিবস। আর এমন দিনে মেয়ের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন বিপাশা। 

ভিডিওতে বিপাশাকে তার মেয়ে দেবীর সঙ্গে কথোপকথনে দেখা যায়, সে যা বলছে সেটাই অনুকরণ করছে ছোট্ট দেবী।

শুরুতে ইংরেজিতে কথা বললেও পরে নিজের মাতৃভাষা বাংলায় মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন বাঙালি মেয়ে বিপাশা।

অভিনেত্রী মেয়েকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভাল আছো?’এরপর মেয়েকে শেখান ‘আমি ভালো আছি’। মায়ের কথা অনুকরণ করে দেবীকে বলতে শোনা যায়, ‘আমি খুব ভাল মেয়ে, মিষ্টি মেয়ে।’

ছোট্ট দেবীর এই মিষ্টি মুহূর্তে মন ভরেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘ওমা, ও কী সুন্দর বাংলা বলছে, পুরো বাঙালি।’ কেউ আবার পরামর্শ দিয়েছেন, ‘ওকে একটু পাঞ্জাবিও শেখান।’

কারো মন্তব্য, ‘গলার স্বর যেন মধুর মতো মিষ্টি।; কেউ আবার বলেছেন ‘কী যে ভালো লাগছে শুনতে।’

জন্মের পর থেকে দেবীকে নিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছে বিপাশা ও করণকে। মাত্র তিনমাস বয়সে ‘ওপেন হার্ট সার্জারি’ হয়েছিল ছোট্ট দেবীর। সেবিষয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাও বলেছেন অভিনেতা করণ সিং গ্রোভার। 

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন এ জুটি। মেয়েকে নিয়েই কাটে তাদের সময়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স