বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভারে নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার থানায় দায়েরকৃত মামলার আসামি ছাত্রলীগ নেতা সাইদুলকে বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে আইনগত প্রক্রিয়া শেষে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
২০১৮ সালে সাইদুল ইসলামকে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের কারণে চলতি বছরের ২২ মার্চ সাইদুল ইসলাম ও মনিরুল ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
ঠিকানা/এনআই