Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

চেন্নাইয়ে এক দিনে ১৭ উইকেটের পতন

চেন্নাইয়ে এক দিনে ১৭ উইকেটের পতন ছবি সংগৃহীত


চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৩৪ সালে। এই ভেন্যুর ৯০ বছরের টেস্ট ইতিহাসে শুক্রবারই (২০ সেপ্টেম্বর) এক দিনে সর্বোচ্চ উইকেটের পতন ঘটল। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে শুক্রবার দুই দল মিলিয়ে ১৭টি উইকেট পড়েছে চেন্নাইয়ে, যা রীতিমতো রেকর্ড।

এদিন সকালে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শুরু করা ভারতের শেষ ৪ উইকেটের পতন ঘটে মাত্র ৩৭ রানের মধ্যে। স্বাগতিকদের চারশর নিচে থামিয়েও ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। দেড় সেশনেই অল আউট হয়েছে মাত্র ১৪৯ রানে। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত। তারা আবারও ব্যাটিংয়ে নামে।

দ্বিতীয় দিনের শেষ বেলায় ভারতের ৩ উইকেট পড়েছে। রান উঠেছে ৮১। দুই ইনিংস মিলিয়ে তারা বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে। চেন্নাইয়ের চিরাচরিত স্পিন উইকেট এবার নেই। এই সুযোগে ১৭ উইকেটের মধ্যে দুই দলের পেসাররা নিয়েছেন ১৪টি।

এর আগে চেন্নাইয়ে এক দিনে সর্বোচ্চ ১৫টি উইকেট পতনের ঘটনা দেখা গিয়েছিল। প্রথমবার ১৯৭৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে ১৫ উইকেট পড়েছিল। পরেরটি ২০২১ সালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার লাল বলের লড়াইয়ে দুবার ঘটেছিল এক দিনে ১৫ উইকেট পতনের ঘটনা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স