Thikana News
১০ মে ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১০ মে ২০২৫

আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ঘুষ চাইলেই তাকে আইনে দিতে হবে। অন্যায় আমরা করতে দেব না। আওয়ামী লীগ দেশটাকে খোবলা করে ফেলছে। হিন্দুদের বাড়িঘরে হামলা হয়নি। তবে উদ্দেশ্য ছিল ভারতের। আওয়ামী লীগ মানুষকে ভাগ করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। শেখ হাসিনার ক্ষমা নেই। তার বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭-১৮ বছরে যে সম্পদ লুট হয়েছে। তার জন্য আন্দোলন করেছি। আন্দোলনে কারো চোখ, কারো পা ভেঙে পঙ্গু হয়েছে। আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এতো মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজ শেখ হাসিনা চলে গেছে। কিন্তু দেশকে ফকির করে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন হলেও পুরোপুরি না। কারণ আন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। সে বিএনপির না। আমরা চাই এই সরকার দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাক যেনো ভোট দিতে পারি। আমরা তাদেরকে পরাজিত করেছি। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। তরুণ যুবকদের প্রাণ গেছে। আজকে সুযোগ এসেছে নতুন করে দেশ তৈরির। আমরা সংবিধান এমনভাবে তৈরি করব যেনো সাধারণ মানুষ তার অধিকার ফিরে পায়।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যারা দেশ পরিচালনা করছেন, সঠিকভাবে দেশ পরিচালনা করবেন। যেনো আবারও খেসারত দিতে না হয়। তাই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। আগামী নির্বাচন যেনো ভাল হয় সে কারণে সকলকে সহযোগিতার আহ্বান জানাই।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না। যারা সংখ্যালঘু আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে। তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। হিন্দু ভাইরা শান্তিতে যেনো পূজা করতে পারে। বাংলাদেশে কোনো কোন্দল হয় না। শেখ হাসিনা ভারত থেকে যেনো কোনো চক্রান্ত করতে না পারে।’

রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেত্রীসহ হাজার হাজার নারী-পুরুষ।

কমেন্ট বক্স