এর আগে ২০১৮ সালে নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত হন তিনি।

নিউইয়র্ক : অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যান্যদের সাথে ড. নাঈমা খান।
গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি পাওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছেন ড. নাঈমা খান।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, গত ৩০ বছর ধরে নিউইয়র্ক সিটির ইমিগ্র্যান্ট কমিউনিটির স্বল্প আয়ের পরিবারগুলোতে শিক্ষা প্রসারের লক্ষ্যে খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন হিসাবে আমি যে দায়িত্ব পালন করে যাচ্ছি- এই স্বীকৃতি আমাকে আরো উৎসাহিত করবে। ড. নাঈমা বলেন, একজন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসাবে, আমি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আমার দক্ষতা প্রয়োগের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা করে যাবো। মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্য অর্জনের জন্য আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।