আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবারে বিশ্বকাপের দল ঘোষণায় চমক দিয়েছে বিসিবি। সাধারণত সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা কর হয়। তবে এবার প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে এক ভিডিওর মাধ্যমে ১৫ সদস্যের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে এমন ভিন্ন আঙ্গিকে দল ঘোষণার কারণ জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘আমাদের এবারের বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটে কিন্তু খুব বড় শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখনই প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।’
হাবিবুল বাশার আরও বলেন, ‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। এরপর দেখেছি সবাই খুব আগ্রহ নিয়েই তাকিয়ে আছে আসন্ন বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।’
আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বিদেশের মাটিতেও বাংলাদেশ দল সমর্থন পাবে বলে মনে করেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সবসময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি যে প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’
ঠিকানা/এসআর