Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বইতে কখনো ইসলামবিরোধী কিছু লিখিনি : শাহরিয়ার কবির

বইতে কখনো ইসলামবিরোধী কিছু লিখিনি : শাহরিয়ার কবির আদালত চত্বরে শাহরিয়ার কবির



 
নিজের কোনো বইয়ে ইসলামবিরোধী কিছু লিখেননি বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা হত্যার ঘটনায় করা রাজধানীর রমনা মডেল থানার মামলায় তার রিমান্ডের শুনানি চলাকালে আদালতে এ দাবি করেন তিনি। আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) আদালতে শুনানি শেষে শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।

আদালতে শাহরিয়ার কবির বলেন, ‘আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না। আমার লেখা ১০০টি বই রয়েছে। কোনো বইয়ে কখনো ইসলামের বিরুদ্ধে কিছু লিখিনি। রিমান্ড দেবেন কি, দেবেন না সেটা আপনার ইচ্ছা।’ এরপর বিচারক তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গতকাল সোমবার রাতে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

আন্দোলনে লিজা হত্যার ঘটনায় গত ৫ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আহত হয়। পরে গত ২২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ লিজা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স