Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নববধূর বেশে নজর কাড়লেন ক্যানসার আক্রান্ত হিনা

নববধূর বেশে নজর কাড়লেন ক্যানসার আক্রান্ত হিনা ছবি : সংগৃহীত
পরনে লাল রঙের লেহঙ্গা চোলি। মাথায় লাল ওড়না। সঙ্গে মানানসই গয়না। সব মিলিয়ে নববধূর বেশে হিনা। নিজের কাজ নিয়ে ভালই ছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, স্তন ক্যানসার তৃতীয় পর্যায়ে আক্রান্ত তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনও কেমো নেওয়ার মুহূ্র্ত, কখনও নিজের মাথার সমস্ত চুল কেটে ফেলার ভিডিও পোস্ট করেন এ অভিনেত্রী।

ক্যানসার আক্রান্ত হলেও কাজ বন্ধ না রাখা হিনা এবার মার্জার সরণিতেও হাঁটলেন। পরনে লাল রঙের লেহঙ্গা চোলি। মাথায় লাল ঘোমটা। সঙ্গে মানানসই গয়না। সব মিলিয়ে যেন নববধূর বেশে হিনা। ভিডিও দেখে এক অনুরাগীর মন্তব্য, “হিনা, সত্যিই আপনার মনের জোর দেখার মতো।”

এর আগে একতা কপূরের আয়োজন করা গণেশ পুজোয় দেখা গিয়েছিল হিনাকে। অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের কো-অর্ড সেট। এই ফ্যাশন শোয়ের আগের প্রস্তুতি পর্বের ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আমার বাবা বলতেন, সব সময়ে মনের জোর রাখবে। বেশি কান্নাকাটি করবে না। নিজের সমস্যার কথা খুব বড় করে দেখানোর মধ্যে কোনও কৃতিত্ব নেই। নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই।”

হিনার ভাষ্য, “এই জন্যই আমি ফলাফল নিয়ে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি। আমার নিয়ন্ত্রণে যা আছে, সেটুকুই আমি করতে পারব। বাকি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর আমাদের চেষ্টা দেখেন, প্রার্থনা শোনেন। সত্যিই এই লড়াই সহজ ছিল না। কিন্তু আমি জানতাম, থামলে চলবে না।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স