মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডার চার মাসের মধ্যে অন্তত সাতজন গোয়েন্দাকে কামড় দিয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নথি থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক পোস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কমান্ডার সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটিয়েছিল গত বছরের নভেম্বরে। সে সময় এই জার্মান শেফার্ড একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে হাত ও পায়ে কামড়ে দেয়। ঘটনার পর ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং তিনি তিন দিনের বিশ্রামে ছিলেন।
তবে ওই এজেন্টকে হাসপাতালে পাঠানোর পর কমান্ডার আরও ছয়জনকে কামড়ে দেয়। সব মিলিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে কুকুরটি ১০ বার আক্রমণ করে। কমান্ডার জো বাইডেনের দ্বিতীয় কুকুর। ২০২১ সালের ডিসেম্বরে তিনি কুকুরটি পেয়েছিলেন।
এ বিষয়ে জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন বলেন, এটি একটি বিশেষ ধরনের পাগলামি এবং দুর্নীতি, যেখানে একজন প্রেসিডেন্ট তার কুকুরকে বারবার গোয়েন্দা কর্মকর্তা এবং হোয়াইট হাউসের কর্মীদের আক্রমণ ও কামড় দেওয়ার অনুমতি দেন।
ঠিকানা/এনআই